Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ডিসেম্বর ২০১৯

গত ০৪ এবং ০৫ ডিসেম্বর হেটেল ইন্টারকন্টিনন্টালে বাংলাদেশ ভারতের মধ্যে বিদ্যমান নৌ-প্রটোকল চুক্তি এবং ইহার সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে উভয় দেশের শিপিং মিনিস্ট্রি, এর আওতাধীন প্রতিষ্ঠানের প্রধানগণ, শিপিং মালিক, পররাষ্ট্র মন্ত্রণালয়, কাস্টমস এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন । বৈঠকে দুই দেশের বিদ্যমান প্রটোকল চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে যুক্তি,তর্ক এবং ফলপ্রসু আলোচনা হয় । উভয় দেশের নৌ-সচিব একমত পোষন করে বলেন, উভয় দেশের নিরাপত্তা বজায় রেখে, কিভাবে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি করা যায় এবং নৌযোগাযোগ সহজ ও সার্বজনীন করা যায় সে বিষয়ে কাজ করার পথ উন্মুক্ত রয়েছে । বর্তমান বিশ্বায়নের যুগে আমরা উভয়পক্ষ মানবতা ও মানব কল্যানে যে কোনে পদক্ষেপকে স্বাগত জানাই এবং কাজ করতে প্রস্তুত রয়েছি । বৈঠক শেষে বাংলাদেশ ও ভারতের নৌসচিব যথাক্রমে মোঃ আবদুস সামাদ ও গোপাল কৃষ্ঞ সাংবাদিকদের ব্রিফ করেন।